দেশের বিভিন্ন রাজ্যে ফের বাড়ছে করোনা। বিশেষ করে মহারাষ্ট্রে মারাত্মক রূপ নিচ্ছে মহামারি। ফলে রাজ্যের বেশ কিছু এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকার। নাগপুর, ঔরঙ্গাবাদ, পারভানি এসব অঞ্চলে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত কেবল ঔরঙ্গাবাদেই করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭৫৫। গোটা দেশে গত ২৪ ঘন্টায় প্রায় ২৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।