কংগ্রেস থেকে ইস্তফা দিচ্ছেন শিলচরের প্রাক্তন সাংসদ সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব ! একটা সূত্রের খবর এমনটাই। সূত্রটি জানিয়েছে, কাছাড়ে কংগ্রেসের প্রার্থী চয়ন ঘিরেই এই বিদ্রোহের জায়গা তৈরি হয়েছে। দলের একটি সর্বভারতীয় পদে থাকা সত্ত্বেও নিজের ঘরেই বলতে গেলে পাত্তা দেওয়া হয়নি তাঁর মতামতকে। কারণ, শিলচর আসনে সুস্মিতার পছন্দ ছিলেন সজল বণিক। তাঁর হয়ে টিকিট চেয়েছিলেন কংগ্রেস নেত্রী। কিন্তু ধোপে টেকেনি এই অভিপ্রায়। শেষপর্যন্ত তমাল বণিকেই দলীয় সিলমোহর লাগে। একইভাবে বড়খলায়ও ধাক্কা খান সুস্মিতা। ওই কেন্দ্রে পাপন দেব ছিলেন তাঁর পছন্দের প্রার্থী। কিন্তু পাপনকে টিকিট দেয়নি দল।
এদিকে, পদত্যাগ প্রসঙ্গে আবার অন্যসুরে কথা বলছেন সুস্মিতা ঘনিষ্ঠরা। তাঁদের মন্তব্য তিনি (সুস্মিতা) কখনও এমন করতে পারেন না। সুস্মিতা দেবও এই খবরকে গুজব বলেছেন। জানিয়েছেন, প্রার্থী বাছাই নিয়ে তাঁর কথাকে দাম দেওয়া হয়নি। এর জন্য ক্ষোভ রয়েছে ঠিকই। তবে, দল থেকে পদত্যাগ করার প্রশ্নই উঠেনা।
তবে ঠিক কী হয়েছিল? সুস্মিতার ইস্তফা কীভাবে এমন নাটকীয় মোড় নিল? বিস্তারিত জানতে পড়ুন রবিবারের বার্তালিপি।