বিশ্বহিন্দু পরিষদের এক সভা বদরপুর মাধবধামে অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি শনিবার। এতে উপস্থিত থাকবেন পরিষদের সর্ব ভারতীয় সংগঠন মন্ত্রী বিনায়ক রাও দেশপাণ্ডে। সভা শুরু হবে বেলা সাড়ে দশটায়। নিধি সমর্পণ সমিতির প্রান্ত শাখার কর্মকর্তা, বরাক ও হাফলং বিভাগের জেলা ও সহ জেলা অভিযান প্রমুখ'দের অংশ নিতে বলা হয়েছে। তাছাড়া, বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত কর্মকর্তা, ত্রিপুরা উপপ্রান্তের সব কর্মকর্তা, পূর্ণকালীন কার্যকর্তা, বরাক বিভাগের সভাপতি, সম্পাদক কোষাধ্যক্ষদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।