বিস্ফোরক সহ বিশন পাসলেইন (৫১) ও ওয়েলকাম লিংডো(৪৩) এই দুই দুষ্কৃতীকে হাতে-নাতে ধরেছে আসাম রাইফেলস। দুজনেরই বাড়ি মেঘালয়ের লাডরিমবাই থানার অন্তর্গত শাকামপর মিশন এলাকায়। এই দুই ব্যাক্তিকে আজ সকালে বৃহৎ পরিমান বিস্ফোরক সামগ্রী সহ আটক করেছে ৩৭ আসাম রাইফেলস। পশ্চিম কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কের সাপ্লাইগেট এলাকা থেকে একটি মেঘালয়ের নথিভুক্ত ওয়াগনার গাড়ি সহ এদের কে আটক করা হয়। প্রাথমিক জেরার পর ধৃতরা জানিয়েছে বিস্ফোরক গুলি মেঘালয়ের লাডরিমবাই থেকে আনছিল তারা। আসাম রাইফেলস সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে ৬০০টি ইলেকট্রিক ডিডোনেটর, ৫৪২টি এক্সপ্লোসিভ জিলেটিন, নগদ ১১ হাজার টাকা, দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটক সামগ্রীর মূল্য দশ থেকে বারো লক্ষ টাকা হবে বলে জানিয়েছে আসাম রাইফেলস। ধৃত দুই ব্যাক্তিকে কাটিগড়া থানায় সমঝে দেওয়া হয়েছে।