BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Sunday, 28 Feb 2021  রবিবার, ১৬ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

গণতন্ত্র দিবসে কৃষক-বিক্ষোভ, প্রতিবাদী মিছিল শিলচরেও

Bartalipi, বার্তালিপি, গণতন্ত্র দিবসে কৃষক-বিক্ষোভ, প্রতিবাদী মিছিল শিলচরেও

দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে আওয়াজ উঠল শিলচরেও। গণতন্ত্র দিবসে কৃষক-শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের জেলা শাখার মিছিল শহর কাঁপিয়ে তোলে। মঙ্গলবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে যৌথ মঞ্চের মিছিল বের হয়। দিল্লির কৃষক আন্দোলনের আদলেই ট্র্যাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি নিয়ে সংগঠনগুলোর সদস্যরা অংশ নেন।

এ আই ইউ টি ইউ সি, এ আই কে এস, সি আই টি ইউ, এ আই টি ইউ সি, টি ইউ সি সি, এ আই কে কে এম এস, এন টি ইউ আই, ফোরাম ফর সোশ্যাল হারমনি, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এসব সংগঠন শামিল হয় প্রতিবাদী কর্মসূচিতে। অংশ নেয় ছাত্র সংগঠন এ আই ডি এস ও, এন আই এস , এ আই এস বি এবং যুব সংগঠন ডি ওয়াই এফ আই, এ আই ডি ওয়াই ও যুব লিগ।

কৃষক বিরোধী সরকারি সিদ্ধান্তে ক্ষোভ জাহির করেন সমীরণ আচার্য, রফিক আহমেদ, ভবতোষ চক্রবর্তী, দুলাল মিত্র, মাধব ঘোষ, মানস দাস, বিশ্বজিত দাস, হিল্লোল ভট্টাচার্য, মৃণাল কান্তি সোম সহ অন্যান্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গণতন্ত্র দিবসেই কৃষক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। প্রাণ যায় এক কৃষকের।