ম্যাচের উত্তাপ নিতে যারা একটু দেরিতে আসেন, সোমবার তাদের রীতিমতো হতাশ হতে হল৷ হওয়ারই কথা৷ মাত্ৰ ২৭ রানে অলআউট হয়ে গেল রিয়াল মিলান৷ জবাবে ৪ ওভার খেলেই প্ৰয়োজনীয় ২৮ রান তুলে ফেলে সদ্য টি২০ চ্যাম্পিয়ন মাইজডিহি স্পোৰ্টস ক্লাব৷ এর ফাঁকে তারা অবশ্য খুইয়েছে আব্দুর রজ্জাকের (১) উইকেট৷
সোমবার করিমগঞ্জ ডিএসএ আয়োজিত আশুতোষ চৌধুরী-বেলারানি চৌধুরী স্মৃতি এ ডিভিশন ক্রিকেটে ছিল মরশুমের দ্বিতীয় ম্যাচ৷ রিয়াল মিলান অধিনায়ক রাতুল ঘোষ টস জিতে ব্যাটিং নেন৷ তিন নম্বর ওভারে উদয়শঙ্কর দাসকে তুলে মারতে গিয়ে লং অফে সুমন রঞ্জন দাসকে ক্যাচ দিয়ে বসেন দেবাশিস নাথ (২)৷ এরপর থেকে টপাটপ উইকেট তুলতে লাগলেন মাইজডিহির বোলাররা৷ অন্য ওপেনার সৌমিত্ৰ দাস করেন ইনিংসের সৰ্বোচ্চ ৭ রান৷ ২১ বল খেলার পথে দলের হয়ে একমাত্ৰ বাউন্ডারিও হাঁকান৷
না, মাইজডিহির কোনও বোলারকেই খেলতে পারেনি রিয়াল মিলান৷ ১৭ ওভারের ইনিংসে তারা তিনটি করে উইকেট তুলে দিয়েছে উদয়শঙ্কর (৫-১-৭-৩), নওয়াজ শরিফ (৪-১-৭-৩) ও সৌরভ দে-কে (৬.১-৪-৫-৩)৷ আর, প্ৰতিপক্ষের ১৭ ওভারের পরিশ্ৰম মাত্ৰ ১৭ মিনিটেই শেষ করে দিলেন মাইজডিহির ব্যাটসম্যানরা৷ আগ্ৰাসী ব্যাটিং করে সৈয়দ রেজাউল আলম ৮ বলে করলেন ২১ রান৷ যার মধ্যে রয়েছে জোড়ায় জোড়ায় ছক্কা-চার৷ এছাড়া অপরাজিত থাকেন জুবের আহমদ (৪)৷ রজ্জাকের উইকেটটি পান শুভাশিস নাথ (১-২২)৷ বলতে গেলে টি২০ চ্যাম্পিয়নরা তাদের সেই ফৰ্ম নিয়েই ওয়ানডে ফরম্যাটের লিগেও পা রাখল৷ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন চারটি মেডেন করা সৌরভ৷