BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Sunday, 07 Mar 2021  রবিবার, ২৩ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

রিয়াল মিলানের ১৭ ওভারের জবাব ১৭ মিনিটেই দিল মাইজডিহি

Bartalipi, বার্তালিপি, রিয়াল মিলানের ১৭ ওভারের জবাব ১৭ মিনিটেই দিল মাইজডিহি

ম্যাচের উত্তাপ নিতে যারা একটু দেরিতে আসেন, সোমবার তাদের রীতিমতো হতাশ হতে হল৷ হওয়ারই কথা৷ মাত্ৰ ২৭ রানে অলআউট হয়ে গেল রিয়াল মিলান৷ জবাবে ৪ ওভার খেলেই প্ৰয়োজনীয় ২৮ রান তুলে ফেলে সদ্য টি২০ চ্যাম্পিয়ন মাইজডিহি স্পোৰ্টস ক্লাব৷ এর ফাঁকে তারা অবশ্য খুইয়েছে আব্দুর রজ্জাকের (১) উইকেট৷

সোমবার করিমগঞ্জ ডিএসএ আয়োজিত আশুতোষ চৌধুরী-বেলারানি চৌধুরী স্মৃতি এ ডিভিশন ক্রিকেটে ছিল মরশুমের দ্বিতীয় ম্যাচ৷ রিয়াল মিলান অধিনায়ক রাতুল ঘোষ টস জিতে ব্যাটিং নেন৷ তিন নম্বর ওভারে উদয়শঙ্কর দাসকে তুলে মারতে গিয়ে লং অফে সুমন রঞ্জন দাসকে ক্যাচ দিয়ে বসেন দেবাশিস নাথ (২)৷ এরপর থেকে টপাটপ উইকেট তুলতে লাগলেন মাইজডিহির বোলাররা৷ অন্য ওপেনার সৌমিত্ৰ দাস করেন ইনিংসের সৰ্বোচ্চ ৭ রান৷ ২১ বল খেলার পথে দলের হয়ে একমাত্ৰ বাউন্ডারিও হাঁকান৷
না, মাইজডিহির কোনও বোলারকেই খেলতে পারেনি রিয়াল মিলান৷ ১৭ ওভারের ইনিংসে তারা তিনটি করে উইকেট তুলে দিয়েছে উদয়শঙ্কর (৫-১-৭-৩), নওয়াজ শরিফ (৪-১-৭-৩) ও সৌরভ দে-কে (৬.১-৪-৫-৩)৷ আর, প্ৰতিপক্ষের ১৭ ওভারের পরিশ্ৰম মাত্ৰ ১৭ মিনিটেই শেষ করে দিলেন মাইজডিহির ব্যাটসম্যানরা৷ আগ্ৰাসী ব্যাটিং করে সৈয়দ রেজাউল আলম ৮ বলে করলেন ২১ রান৷ যার মধ্যে রয়েছে জোড়ায় জোড়ায় ছক্কা-চার৷ এছাড়া অপরাজিত থাকেন জুবের আহমদ (৪)৷ রজ্জাকের উইকেটটি পান শুভাশিস নাথ (১-২২)৷ বলতে গেলে টি২০ চ্যাম্পিয়নরা তাদের সেই ফৰ্ম নিয়েই ওয়ানডে ফরম্যাটের লিগেও পা রাখল৷ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন চারটি মেডেন করা সৌরভ৷