বার্তালিপি প্রতিবেদনঃ রবিবার
থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। আয়োজক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসর।
তবে এখন থেকেই ফুটবল জ্বরে কাবু গোটা দুনিয়া। ব্যতিক্রম নয় ভারতও। তবে ভারতীয় দর্শকরা
কোথায় দেখবেন ম্যাচ? এবার কিন্তু সোনি ইন্ডিয়া কিংবা স্টার স্পোর্টসের কোনও চ্যানেল চালিয়ে কাতার বিশ্বকাপ দেখা যাবে না। কারণ এবার সম্প্রচারের সত্ত্ব কিনে নিয়েছে রিলায়েন্সের অধীনস্ত ভায়াকম ১৮ মিডিয়া। তাই বিশ্বকাপের খেলা দেখতে চালাতে হবে Sports18 বা Sports18 HD চ্যানেল। ইংরাজি ও হিন্দি, দুই ভাষাতেই ম্যাচ দেখা যাবে ওখানে। সেট টপ বক্সে চ্যানেলটি পেতে সমস্যা হবে না। কারণ স্পোর্টস প্যাকেজেই থাকে চ্যানেলটি। একান্তই না খুঁজে পেলে কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।
আর, স্মার্টফোনে
বিশ্বকাপের লড়াই উপভোগ করতে চাইলে ডাউনলোড করতে হবে JioCinema অ্যাপটি। এক্ষেত্রে জিও সিম
বাধ্যতামূলক নয়। অ্যান্ড্রয়েড ইউজাররা প্লে স্টোর বা iOS ইউজাররা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন এই অ্যাপ। স্মার্ট টিভিতেও এই অ্যাপের মাধ্যমেই দেখা যাবে ম্যাচ।
তবে ডেস্কটপ থেকে দেখতে চাইলে জিও সিনেমার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
আগে শোনা গিয়েছিল হয়তো
Voot ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে কাতার বিশ্বকাপ। তবে পরে জিওর তরফে নিশ্চিত করা হয়, জিও সিনেমাতেই দেখতে পাবেন হাইভোল্টেজ সব খেলা। ইংরাজি, হিন্দি, বাংলা, মালয়ালম এবং তামিল ভাষায়ও হবে সম্প্রচার।
একাধিক ক্ষেত্রে বিনামূল্যেই দেখা যাবে কাতার বিশ্বকাপের খেলা। উল্লেখ্য, রবিবার উদ্বোধনী
ম্যাচ রাত ৯.৩০ থেকে শুরু হবে। এর আগে সন্ধে ৭.৩০ থেকে টিভির পর্দায় দেখা যাবে জাঁকালো
উদ্বোধনী অনুষ্ঠান।