অসমে কোভিড সংক্রমণ কমছে। মূল স্রোতে ফিরছে জনজীবন। তাই স্কুলের পর এবার শিক্ষা-প্রতিষ্ঠানের হোস্টেল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ ফেব্রুয়ারি থেকেই খুলছে সব ছাত্রাবাস, শুক্রবার একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। করোনা সতর্কতায় হোস্টেল সংক্রান্ত যেসব নিষেধাজ্ঞা ছিল, তা শিথিল করছে সরকার। তাছাড়া, একমাত্র প্রাথমিক স্কুল বাদ দিয়ে বাকি সবস্তরের পড়ুয়াদের স্বাভাবিক পাঠদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, করোনা মহামারির জন্য স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠান, হোস্টেল সবই বন্ধ ছিল। অনেক শিক্ষা-প্রতিষ্ঠানে তো কোয়ারেন্টাইন সেন্টার পর্যন্ত করা হয়েছিল। ফলে, অনিয়মিত ছিল সরাসরি পাঠদান। এবারে বিদ্যালয়-মহাবিদ্যালয়ের সঙ্গে খুলছে ছাত্রাবাসও।