প্রথম চিকিৎসক হিসেবে রাজ্যে প্রথম প্রতিষেধক নিলেন বোকাখাতের মিলন কুমার লস্কর। শনিবার ডিব্রুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করেন টিকাকরণ অভিযানের উদ্বোধন। একইভাবে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত'র হাত দিয়ে হয় ড্রাইভের সূচনা।
উল্লেখ্য, ৩৩ জেলায় ৬৫ টি কেন্দ্রে শনিবার চলছে এই টিকাকরণ কর্মসূচি। প্রথম পর্যায়ে ৬ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মীকে প্রতিষেধক দেওয়ার কথা রয়েছে।