বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোগালি বিহু উদযাপন করল লারছিংপার ভোগালি বিহু উদযাপন সমিতি । বৃহস্পতিবার সন্ধে ছিল মূল অনুষ্ঠান। মুখ্য অতিথি ছিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। তিনি বলেন, বরাক-ব্রহ্মপুত্রের মেলবন্ধনের বার্তা ছড়িয়ে দিতে এরকম উৎসব জরুরি। সবার এগিয়ে আসা প্রয়োজন এমন আয়োজনে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লারছিং চা বাগানের ম্যানেজার অম্বর বরবরুয়া ও প্রাক্তন শিক্ষক হিরন্ময় রাজবংশী । পরের পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । ওইদিন লারছিংপার ভোগালী বিহু উদযাপন সমিতির সভাপতি আকাশ রাজবংশীর হাতে দশ হাজার টাকা তুলে দেন রাহুল রায় ।