করিমগঞ্জ ডি এস এ আয়োজিত অনিল কৃষ্ণ বণিক ও রিনা রানি বণিক স্মৃতি টোয়েন্টি ২০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল শুক্রবার। সরকারি স্কুলের মাঠে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নেতাজি সুভাষ স্পোর্টস অ্যাকাডেমি (এনএসএসএ) এবং মাইজডিহি স্পোর্টস ক্লাব। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে বারোটায়। সকালে রয়েছে তৃতীয় স্থান নির্ণয়ক ম্যাচ। এতে সকাল সাড়ে আটটায় স্পোর্টস ক্লাব এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে দিয়েই করিমগঞ্জ ডি এস এর ক্রিকেট মরশুম শুরু হল। এরপর ১৭ জানুয়ারি থেকে রয়েছে এ ডিভিশন লিগ।