শামিম আহমদ মিরের দুরন্ত ব্যাটিংয়ে শিলচর ডি এস এ-র সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল এ ডিভিশন ক্রিকেট লিগের লিগ পর্যায়ের শেষ ম্যাচে উত্তরপাড়া ক্লাবকে পরাজিত করল তারাপুর এসি। এর ফলে তারা এ ডিভিশনে টিকে থাকল। আর, বিজয়ী সংঘের অবনমন ঘটল বি ডিভিশনে।
সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে আজ উত্তরপাড়া ১৭৩ রানে অলআউট হয়ে যায়। তাদের রাহুল দে করেন ৪০ রান। জুবাইর সারিন লস্কর ও বিশাল কাহার তিনটি করে এবং শামিম আহমদ মির ও কুনাল ধর দুটি করে উইকেট নেন।
জবাবে ৩৪.৪ ওভারে ৮ উইকেটে ১৭৭ রান তোলে তারাপুর। ৪০ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন শামিম। শেষ পর্যন্ত ৭০ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন। ১৩ টি চার এবং একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া আফজল হুসেন করেন ৩৪ রান। সৌম্যজ্যোতি চক্রবর্তী তিনটি ও মুকেশ গোয়ালা দুই উইকেট পেলেও শামিমের ইনিংসের কাছে তাদের সব প্রয়াস ব্যর্থ হয়।
এদিন আম্পায়ার বাবুন দাস ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খেলা ২০ মিনিট স্থগিত রাখা হয়। পরে খেলা শুরু হলে অন্য আম্পায়ার সুনীত ছেত্রী অবশিষ্ট সময় বোলার প্রান্তের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
শিলচর ডি এস এ-র ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানান, ১৬ জানুয়ারি প্রথম সেমিফাইনালে ত্রিবেণী ও পপুলার ক্লাব মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে ইলেভেন স্টার খেলবে উত্তরপাড়ার বিরুদ্ধে। ওই ম্যাচটি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।