মহর্ষি মহেশ যোগীর ১০৪ তম জন্মদিবস পালন করল শিলচর মহির্ষ বিদ্যামন্দির।এই দিনটি 'জ্ঞানযোগ' দিবস হিসেবে পালিত হয়ে থাকে। বিদ্যালয় প্রাঙ্গণেই দিনটি উদযাপিত হয়। পরম্পরাগত প্রথা মেনে গুরুপূজার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সমবেত ভাবাতীত ধ্যান করেন শিক্ষক- অশিক্ষক কর্মচারী সবাই। গুরু বন্দনা করেন বিদ্যালয়ের শিক্ষিকারা। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষা শমিতা দত্ত ও বীরেশ্বর ভট্টাচার্য। মহর্ষিজির আদর্শ ও জীবন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে মহর্ষি শিক্ষণসংস্থা র চেয়ারম্যান ব্রহ্মচারী গিরিশ জির শুভেচ্ছা পত্রও পাঠ করা হয়। কোভিড প্রটোকল মেনে হয় পুরো অনুষ্ঠান।