ষোলো জানুয়ারি থেকে করিমগঞ্জে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ধাপে ধাপে দেওয়া হবে এই ভ্যাকসিন৷ প্রথম ধাপে দেওয়া হবে স্বাস্থ্য কর্মীদের৷ প্রথম দিন পাথারকান্দি ও নীলামবাজার পিএইচসি সহ করিমগঞ্জ সরকারি হাসপাতালে হবে টিকাকরণ। এই ভ্যাকসিন নিয়ে কোনও ধরনের গুজবে কান না দিতে বলেছেন ডিপিএম হানিফ আহমদ। এই ভ্যাকসিনশন সম্পর্কে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।