ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। নতুন বছর শুরুর পক্ষকালের ভেতরেই তিনবার মূল্যবৃদ্ধি হল জ্বালানি তেলের। বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটারপিছু ২৫ পয়সা করে৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম ৮৪ টাকা ৪৫ পয়সা৷ আর ডিজেলের দাম ৭৪ টাকা ৬৩ পয়সা৷ তবে বিভিন্ন রাজ্যে এক থাকবে না লিটার প্রতি অর্থরাশি। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল৷