বিবেকানন্দেরব ১৫৮তম জন্মদিন উদযাপন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছাড় কলেজ শাখা। মঙ্গলবার কলেজেই হয় অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় শুরুতে। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে স্বামীজির জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন সহ-সভাপতি জয়দীপ পাল। এ দিন কাছাড় কলেজের কয়েক জন প্রাক্তন অধ্যাপক -অধ্যাপিকাকে সংবর্ধনা দেওয়া হয়।সঞ্চালনায় ছিলেন অভিজিৎ পাল। উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ, অধ্যাপক রতন কুমার দাস, পূজা দে, মৌমিতা দে, দেবা নাথ প্রমূখ।