কৃষি সংক্রান্ত কোনও ব্যবসায় জড়াচ্ছে না মুকেশ আম্বানির রিলায়েন্স। সোমবার এমনটা সাফ জানিয়ে দিল কোম্পানি। কদিন ধরেই রিলায়েন্স কোম্পানির কৃষি বাণিজ্যে প্রবেশ নিয়ে জলঘোলা হচ্ছিল। কোম্পানির বয়ানে এবার তা পরিষ্কার হয়ে গেল।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দায়ের করা এক পিটিশনে উল্লেখ করেছে, যেভাবে পঞ্জাবে তাদের একের পর এক টাওয়ার ধ্বংস করা হয়েছে কোম্পানি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে খুব। কৃষক আন্দোলনের নামে এটা মোটেই ঠিক হয় নি। প্রতিবাদ বা আন্দোলন নিয়ে কোম্পানির কোনও মতামত নেই বা এবিষয়ে কথা বলতেও চায় না। কিন্তু টাওয়ার ধ্বংস করার দরুন হাজার হাজার কর্মীর জীবন বিপন্ন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ক্ষতি হয়েছে। কাজ ব্যাহত হয়েছে। এই অবস্থায় কর্পোরেট বা কনট্রাক্ট ফার্মিংয়ে কোম্পানির জড়িত হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আর এমনিতেই এই ক্ষেত্রে কোনও ব্যবসার চাহিদা নেই।