বদলি হয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ জ্যোতিরঞ্জন নাথ। তার স্থলাভিষিক্ত হয়েছেন পঙ্কজ যাদব আইপিএস। ২০১৭ ব্যাচের এই আইপিএস গোলাঘাটে এসডিপিও পদে কর্মরত ছিলেন৷ আর জ্যোতিরঞ্জন নাথকে কোকরাঝাড়ে অতিরিক্ত পুলিশ সুপার বর্ডার পদে বদলি করা হয়েছে।
জ্যোতিরঞ্জনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল করিমগঞ্জে। তার নেতৃত্বে টোলগেটে গাড়ি আটকে টাকা সংগ্রহ করতো পুলিশ। এমন-কি অন্যান্য মালবোঝাই গাড়ি থেকেও টাকা সংগ্রহ করে চলার অভিযোগ ছিল শাসকদলের কাছে। এতে জ্যোতিরঞ্জন নাথকে বদলি করতে তৎপর হয়ে ওঠেন শাসকদলের একাংশ নেতা। এদিকে লীনা দোলের পর দ্বিতীয় মহিলা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে করিমগঞ্জে আসছেন পঙ্কজ যাদব।