BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Friday, 26 Feb 2021  শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

শাসকের শাসানি ! বদলি এএসপি জ্যোতিরঞ্জন করিমগঞ্জে আইপিএস পঙ্কজ

Bartalipi, বার্তালিপি, শাসকের শাসানি ! বদলি এএসপি জ্যোতিরঞ্জন করিমগঞ্জে আইপিএস পঙ্কজ

বদলি হয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ জ্যোতিরঞ্জন নাথ। তার স্থলাভিষিক্ত হয়েছেন পঙ্কজ যাদব আইপিএস। ২০১৭ ব্যাচের এই আইপিএস গোলাঘাটে এসডিপিও পদে কর্মরত ছিলেন৷ আর জ্যোতিরঞ্জন নাথকে কোকরাঝাড়ে অতিরিক্ত পুলিশ সুপার বর্ডার পদে বদলি করা হয়েছে।
জ্যোতিরঞ্জনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল করিমগঞ্জে। তার নেতৃত্বে টোলগেটে গাড়ি আটকে টাকা সংগ্রহ করতো পুলিশ। এমন-কি অন্যান্য মালবোঝাই গাড়ি থেকেও টাকা সংগ্রহ করে চলার অভিযোগ ছিল শাসকদলের কাছে। এতে জ্যোতিরঞ্জন নাথকে বদলি করতে তৎপর হয়ে ওঠেন শাসকদলের একাংশ নেতা। এদিকে লীনা দোলের পর দ্বিতীয় মহিলা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে করিমগঞ্জে আসছেন পঙ্কজ যাদব।