সরকারি মাদ্রাসাকে বিলুপ্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে অল আসাম মাদ্রাসা শিক্ষক সংস্থা। মাদ্রাসা বন্ধের সরকারি এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে হাইলাকান্দির বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিষয়ে আইনের শরণাপন্ন হওয়ার ঘোষণা করেছেন মঙ্গলবার।
শুধু রাজনৈতিক ফায়দা লুটতেই বিজেপি সরকার মাদ্রাসা বোর্ড ভেঙে দেওয়ার জন্য বিধানসভায় বিল উত্থাপন করেছে, অভিযোগ হাইলাকান্দির বোয়ালিপার সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ারা হুসেন লস্কর জানান যে, সরকারের এই সিদ্ধান্তের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যতে অন্ধকার হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় না । সেবা বোর্ড-এর মতো সরকারি মাদ্রাসায় গণিত , বিজ্ঞান, সমাজবিদ্যা ইত্যাদির শিক্ষা দেওয়া হয়। কিন্তু সরকার ধর্মীয় শিক্ষা সম্পর্কে অপপ্রচার করে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।হঠাৎ করে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করা হলে শিক্ষার্থীরা বিপাকে পড়বেন। অন্যদিকে ,এই মাদ্রাসার ছাত্ররা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার কথা উল্লেখ করে এই বিষয়ে শিক্ষা মন্ত্রীর অপব্যাখ্যাকে ধিক্কার জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করার বিল বিধানসভায় রাজ্য সরকার পেশ করেছিল।