শর্তসাপেক্ষে অসমে ১ জানুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ফরমান জারি করেছে সরকার। সেখানে মুম্বইয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিভিক বডি। করোনা ভাইরাসের নতুন নমুনার সংক্রমণের কথা মাথায় রেখেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল বিএমসি-র।
মঙ্গলবার নতুন করে এএসক্রান্ত এসওপি জারি করেছে বিএমসি। এতে বলা হয়েছে যদিও মুম্বইয়ে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রিত, তবে বেশ ক'টি দেশ সহ দেশের কয়েকটি রাজ্যে নতুন করে করোনা বলীয়ান হওয়ায় এই সতর্কতা নিয়েছে সরকার।