BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Wednesday, 21 Apr 2021  বুধবার, ৭ বৈশাখ ১৪২৮
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

বাধ্যতামূলক নয় কোভিড প্রতিষেধক : স্বাস্থ্যমন্ত্রক

Bartalipi, বার্তালিপি,  বাধ্যতামূলক নয়  কোভিড প্রতিষেধক : স্বাস্থ্যমন্ত্রক

চাইলে যে কেউ নিতে পারবেন কোভিড প্রতিষেধক। তবে ভ্যাকসিনেশনের আগে নিজের করোনা সংক্রমণ প্রসঙ্গে সম্পূর্ণ তথ্য দিতে হবে। সেই হিসেবে মতোই পড়বে প্রতিষেধকের ডোজ। এই প্রক্রিয়ায় শরীরে ভ্যাকসিন পড়লে প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই সহায়ক হবে। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যন্ত্রক।
মন্ত্রকের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড টিকা বাধ্যতামূলক নয়। তবে যাঁরা প্রতিষেধক নিতে ইচ্ছুক, অনলাইনে নাম নথিভুক্ত করাতে হবে তাঁদের। সংক্রমণ রুখতে ২৮ দিন অন্তর ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রক এও স্পষ্ট করেছে টিকা নিতে হলে উপযুক্ত পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আই ডি প্রুফ হিসেবে  ড্রাইভিং লাইসেন্স, মনরেগা জবকার্ড, প্যান কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, সরকারি-বেসরকারি সংস্থার আই-কার্ড , ভোটার কার্ড ইত্যাদির যে কোনও একটি জমা দিলেই নাম নথিভুক্ত করা যাবে।