জমি বিবাদকে কেন্দ্র করে বুধবার নর্মাল স্কুল রোডে এক ধুন্ধুমার কাণ্ড সংঘটিত হয় ৷ আসাম রাইফলস ভেঙে দেয় একটি টিন চালের বাড়ি সহ বাড়ির সীমানা দেওয়া বাঁশের বেরা ৷ ঘটনা নিয়ে তারাপুর পুলিশ ফাঁডিতে এক এজাহার দায়ের করা হয়েছে ৷
জানা গেছে নর্মাল স্কুলের লাগোয়া একটুকরা জমিতে একটি টিন পাতের বাড়ি নির্মাণ করেছিলেন নর্মাল স্কুলের এক অবসর প্রাপ্ত অধ্যক্ষ। কিন্তু জমিটি আসাম রাইফলেসের ৷ এ দিন, আসাম রাইফলসের কিছু জওয়ান গিয়ে অবসর প্রাপ্ত অধ্যক্ষই নির্মাণ করা বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় ৷
অবসর প্রাপ্ত অধ্যক্ষ তারাপুর পুলিশ ফাঁডিতে এক এজাহার দাখিল করে ৷ জমি নিজের বলে দাবি জানিয়ে এজাহারের সঙ্গে জমি ক্রয় করার পর্যাপ্ত নথি আছে বলেও উল্লেখ করেন তিনি। তবে,আসাম রাইফলসের মতে জমি তাদেরেই ৷