রবিবার শিলচব় মালুগ্রামের মহাজন বাড়ি এলাকায় সংঘটিত মারপিটের ঘটনার রেস কাটতে না কাটতেই সোমবার ফেব় মধুরামুখে পরিস্থিতি উত্তপ্ত হয়। এবারে ভিনধর্মী দুই ছাত্র-ছাত্রীকে এক দল যুবকের মারধরের ঘটনাক কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় ৷ অবশ্য পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছানোয় ঘটনা বেশিদূর এগোয়নি। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এদিকে স্থানীয়দের বয়ান অনুযায়ী, পুলিশ আক্ৰমণকাব়ী এক যুবককে আটক কব়ে থানায় নিয়ে যায়। যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, বলে জানা গেছে। গোটা এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।