বিটিসির দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ চলছে। ১৯ টি পরিষদীয় কেন্দ্রে ভোট হচ্ছে এযাত্রায়। বিপিএফ সভাপতি হাগ্রামা মাহিলারি সহ ভোটাররা ভাগ্য নির্ধারণ করবেন ১১১ প্রার্থীর। বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটদান চলবে। শুরু হয়েছে সকাল সাড়ে ৭ টায়। নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। উল্লেখ্য, ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে ভোট হয়েছে বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের।