পয়লাপুলে লক্ষীপুর ডি এস এ-র স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার। ফিতা কেটে, নারকেল ফাটিয়ে স্টেডিয়ামের উদ্বোধের পর সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি রাজদীপ গোয়ালা। এরপর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।