পয়লাপুলে লক্ষীপুর ডি এস এ-র বহু কাঙ্খিত স্টেডিয়ামের উদ্বোধন বৃহস্পতিবার৷ সকাল দশটায়৷ এদিন শু হবে দু’দিনের অ্যাথলেটিক্স উৎসব৷ শুক্রবার সকাল ছয়টায় রয়েছে ম্যারাথন রেস৷ দশ কিলোমিটার এই রেসে পয়লাপুল থেকে শু হয়ে ফুলেরতল পৰ্যন্ত গিয়ে ফিরে আসতে হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন ডি এস এ-র সচিব দেবব্ৰত পাল৷