সোনাই ফুটবল অ্যাকাডেমি আয়োজিত সামসুল হক বড়ভূঁইয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হল আজ। এতে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। প্রথমদিনের নকআউট ম্যাচগুলির পর মোট তিনটি দল বৃহস্পতিবার শেষ দিন ফেলার জন্যে কোয়ালিফাই করেছে। দল তিনটি হল-স্বাধীনবাজার ভলিবল অ্যাকাডেমি, আমজুরঘাটের ডি পি ডি ও এবং কাজিডহরের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। তারা পরস্পরের বিরুদ্ধে লিগ ম্যাচ খেলবে। এরই ভিত্তিতে প্রথম তিনটি দল চূড়ান্ত হবে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রয়াত সামসুল হক বড়ভূঁইয়ার মেয়ে স্বাগত নাসরিন। সেইসঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই ক্রিকেট সংস্থার সচিব রামকৃষ্ণ নাথ এবং শিলচর বি ডিভিশন ক্রিকেট আসরের তারকা অলরাউন্ডার অরূপ দে। আয়োজকদের পক্ষে বদরউদ্দিন মজুমদার জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা দু'টায় সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে।