শেষপর্যন্ত আন্দোলনের চাপে পড়ে পড়ুয়াদের দাবিতে সাড়া দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার শেষ বেলায় ছাত্র ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই দ্বিপাক্ষিক বৈঠকে পড়ুয়াদের দুই দাবির পক্ষেই সায় মিলে। জানিয়েছেন, ছাত্র ইউনিয়নের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর কথায় দাবি অনুযায়ী দুই বা তিনদিন হচ্ছে সমাবর্তনের অনুষ্ঠান, দ্বিতীয়ত সব পড়ুয়ারাই অংশ নিতে পারবেন সশরীরে। পাশাপাশি যাঁরা অংশ নেবেন না বা সমাবর্তন বাবদ জমা দেওয়া ফি ফেরত পেতে চান, তাঁরা অনুষ্ঠানের পর টাকা পেয়ে যাবেন, এমন নিশ্চয়তাও দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দুশো পড়ুয়াকে নিয়ে বড়দিনে সমাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল আসাম বিশ্ববিদ্যালয়। তবে, পড়ুয়াদের প্রতিবাদে অবশেষে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।