নিখিল ভারত কৃষক মহাসভার ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পড়ল বৃহত্তর পাথারকান্দিতে।এই বনধকে পুরো সর্মথন জানিয়ে বিভিন্ন সংগঠন বনধের পক্ষে থাকলেও সকাল থেকে এই অঞ্চলের জাতিয় সড়কে তেমন কোনও পিকেটারের উপস্থিতি দেখা যায়নি। বনধের ফলে যাত্রীবাহী বড় বড় যানবাহন চলাচল করেনি,তবে শহর থেকে গ্রামাঞ্চলে যাত্রীবাহী এপি ও অটো গাড়িগুলো যথারীতি চলাচল করতে দেখা গেছে। বৃহত্তর পাথারকান্দির লোয়াইরপোয়া বাজারিছড়া কটামনি রাঙ্গামাটি চাঁন্দখিরা সোনাখিরা কাঁঠালতলি সলগই হরিবাসর রাধাপ্যারি বৈঠাখাল এলাকার বিভিন্ন দোকান পাট বন্ধ ছিল সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করে।সরকারি অফিসে উপস্থিতির হার কম ছিল।কিন্তু এই বনধের ফলে বেশকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ব্যাংক বন্ধ ছিল।
কৃষক সংগঠনগুলোর ডাকা ভারত বনধ সমর্থন জানিয়ে মাঠে নামে মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের বরাক জোনাল কমিটি।এমএসএফের বরাকভ্যালি জোনাল কমিটির ইনচার্জ ছাত্র নেতা বদরুল হকের নেতৃত্বে বেশকিছু বনধ সমর্থককারী শাসক দলের বিরুদ্ধে নানা স্লোগানে গোটা এলাকা কাঁপিয়ে তোলেন।