লাগু করা কৃষি আইন পরিবর্তন নিয়ে পুনর্বিবেচনার মানসিকতা থাকলে তবেই কেন্দ্রের সঙ্গে আরেক দফা আলোচনা করতে রাজি কৃষকরা। একথা সাফ জানিয়ে দিয়েছে কৃষকদের যৌথ সংগঠন। কিন্তু সরকারের নির্ধারিত স্থানে নয়, দিল্লি-সিংঘু সীমান্তের প্রতিবাদ স্থলেই হওয়া চাই এই কথা-বার্তা, তাও উল্লেখ করেছেন কিষাণ মোর্চার প্রতিনিধরা। সবকিছু ঠিক থাকলে বুধবারই কেন্দ্র-মোর্চা বৈঠক হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবারের ভারত বনধ শেষ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রীর আহ্বানে আলোচনায় বসেছিলেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। তবে, আগের মতো ওইদিনের বৈঠকও শেষ হয় সমঝোতা ছাড়াই।