শিলচরের টেবিল টেনিস দলকে জার্সি প্রদান করল ক্যাবল টেলিভিশন চ্যানেল বি টি এন। মঙ্গলবার ডি এস এ-র তুলসীদাস বণিক কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জার্সিগুলি তুলে দেন বি টি এনের কর্ণধার মনীষ দাস, ডি এস এ-র সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, সহসচিব অজয় চক্রবর্তী, ইন্ডোর সচিব সঞ্জু রায়, স্টেডিয়াম সচিব দেবাশিস সোম প্রমুখ। ২০ সদস্য বিশিষ্ট টেবিল টেনিস দলটি বুধবার যোরহাটের উদ্দেশে রওনা হচ্ছে।