কৃষকদের প্রতি পুরো সমর্থন জানিয়েছে সোনাই শহর। ট্রেড ইউনিয়নের ডাকা মঙ্গলবারের ভারত বনধ সোনাইয়ে ছিল সর্বাত্মক। এ দিন সোনাই কোনও পিকেটিং চোখে পড়েনি। তারপরও সোনাই শহর প্রায় পুরোপুরিই বন্ধ ছিল। শুধুমাত্র ওষুধ ছাড়া বাকি সবধরণের দোকানপাট দিনের বেশিরভাগ সময়ই বন্ধ ছিল। দ্বিচক্রযান ছাড়া কোনও যানবাহন চলাচল করেনি।
সোনাবাড়িঘাটেও বনধে সাড়া দিয়েছেন আমজনতা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সকালের দিকে কিছু পিকেটার জাতীয়সড়ক অবরোধ করেন। তবে, পুলিশ অবরোধ ভেস্তে দেয়। এছাড়া কাবুগঞ্জ, কচুদরম ইত্যাদি বাজারেও বনধ সাড়া দিয়েছে বলে খবর।