বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা ১২ ঘন্টার ভারত বনধে কোনও সাড়া পড়েনি কাটিগড়ায়। কালাইন,গুমড়া,জালালপুর,বিহাড়া,কাটিগড়া ও দিগরখালে গাড়িঘোড়া কম চললেও দোকানপাট খোলা ছিল। সরকারি কার্যালয়েও আসা-যাওয়া ছিল সাধারণ মানুষের। বনধ সফল করতে পিকেটার্স দেখা যায়নি কোনও স্থানেই।