বধূ নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন করিমগঞ্জবাসী। স্ত্রী'কে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সুভাসনগর রোডের অর্ণব পাল ও তার পরিবারের কঠোর শাস্তি দাবি তুলেছেন তাঁরা। দাবি নিয়ে মঙ্গলবার সদর থানা ঘেরাও করেন বহু নাগরিক। জলসেচ কর্মচারী অর্ণবকে জেলে রেখেই বিচার প্রক্রিয়া চালানোর দাবি জানান মহিলা নেত্রী পূর্ণিমা চৌধুরী সহ অন্যরা। যদিও বয়সের আধিক্যের দিকে লক্ষ রেখে শ্বশুড়কে ছেড়ে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য যৌতুকের জন্য স্ত্রী'কে অমানবিক নির্যাতন চালিয়েছে জলসেচ বিভাগের কর্মী অর্ণব পাল চৌধুরী ও তার পরিবার। পরে এক মামলায় শ্রীঘরে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে অভিযুক্ত স্বামীর।