কৃষক মোর্চার ডাকা ভারত বনধ সফল করতে শিলচরেও পথে নেমেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।আজ বেলা সাড়ে ১০ টা পর্যন্ত বনধ সমর্থকদের অনুকূলে রয়েছে পরিস্থিতি। হাট-বাজার বন্ধ রয়েছে। সড়কে চলেনি যানবাহন। অবশ্য শিলচব়- আগব়তলা প্যাসেঞ্জার ট্রেন যথাব়ীতি সকাল সাব়ে আটটাই শিলচব় স্টেশন থেকে রওয়ানা হয়েছে ৷
এদিকে, যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেশিলচব়েব় বিভিন্ন স্থানে পুলিশ এবং আধা সামব়িক বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। পরিস্থিতির দিকে নজর রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটদের।