শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হওয়ার দোরগোড়ায় লক্ষীপুর ডি এস এ। আগামী ১০ ডিসেম্বর সকাল দশটায় পয়লাপুলে অবস্থিত পূর্ণাঙ্গ স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন। একইসঙ্গে শুরু হয়ে যাবে দুই দিনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। ১১ তারিখ সন্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হবে অ্যাথলেটিক্স আসরের পুরস্কার বিতরণ পর্ব। অ্যাথলেটিক্স মিটের অন্যতম আকর্ষণ দশ কিলোমিটার ম্যারাথন। পয়লাপুল স্টেডিয়াম থেকে ফুলেরতল পর্যন্ত গিয়ে ফিরে আসতে হবে। এই ম্যারাথন রেস শুরু হবে সকাল ছয়টায়।
আজ এক সংবাদিক সম্মেলন করে অনুষ্ঠান সূচি সম্পর্কে বিস্তারিত জানালেন সংস্থা কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন সভাপতি তথা বিধায়ক রাজদীপ গোয়ালা, দুই সহসভাপতি ডাঃ শুভজিৎ চক্রবর্তী ও স্বদেশ সরকার, সচিব দেবব্রত পাল এবং কোষাধ্যক্ষ রাজেশ রায়।