মঙ্গলবার সকাল ৫ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ আহূত ভারত বনধকে সফল কব়তে সোমবাব় শিলচব়ে মিছিল বেব় কব়ে ১২টি শ্ৰমিক সংগঠন ৷ কাছাড় জেলায় বারো ঘন্টাব় বনধকে সর্বাত্মক করে তুলতে আমজনতার কাছে আহ্বান জানান সংগঠনের প্রতিনিধিরা। শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এ দিনের মিছিল বের হয়। শেষ হয় রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশে।
সিটু,আইএনটিইউসি,এ আই ইউ টি ইউ সি, এ আই সি সি টি ইউ,এ আই টি ইউ সি, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, টি ইউ সি সি, এআইকেএস সহ বারোটি সংগঠন কেন্দ্ৰীয় সব়কাব়েব় বিব়ুদ্ধে ক্ষোভ উগরে দেয়। তাদের বক্তব্য, কৃষকদের দাবি মেনে সরকার চরম কৃষক বিরোধী তিনটি আইন বাতিল করলে এই বনধ আহ্বান করার প্রয়োজন হতো না। কিন্তু ন'দিন ধরে দিল্লির প্রচণ্ড ঠাণ্ডাকে উপেক্ষা করেও কৃষকরা লাগাতার আন্দোলন চালিয়ে গেলেও সরকার পুঁজিপতিব় স্বার্থে এই আইনে কোনও পরিবর্তন করতে চাইছে না। সরকারের এই স্বৈরাচারী মনোভাব কৃষকদের জীবন বিপন্ন করে তুলেছে। তাই সরকারের চরম অগণতান্ত্রিক আচরণ ও কৃষক বিরোধী তিনটি কৃষি বিল বাতিল করার দাবিতে ভারত বনধ্ আহ্বান কব়তে বাধ্য হয়েছে কৃষক সংগঠনগুলো ৷ জেলার সব দোকান-পাট, হাট-বাজার, অফিস-আদালত, যানবাহন, স্কুল-কলেজ বন্ধ রেখে বনধ্কে সর্বাত্মক করে তুলতে সবার প্রতি আহ্বান জানায় সবকটি শ্রমিক সংগঠন।