BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Sunday, 07 Mar 2021  রবিবার, ২৩ ফাল্গুন ১৪২৭
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

ইটখলাকে হারিয়ে এ ডিভিশনে পৌঁছল সোনাই

Bartalipi, বার্তালিপি, ইটখলাকে হারিয়ে এ ডিভিশনে পৌঁছল সোনাই

অলরাউন্ডার অরূপ দে-র অসাধারণ ব্যাটিংয়ে শিলচর ডি এস এ-র বি ডিভিশনের খেতাব জিতে নিল সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। পৌঁছে গেল আগামী মরশুমের এ ডিভিশনে। আজ সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬ উইকেটে হারিয়ে দিল ইটখলা স্পোর্টিং ক্লাবকে। 

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৯ রান করে ইটখলা। জবাবে ১৩ বল বাকি থাকতেই ১৭.৫ ওভারে ৪ উইকেটে ১৬১ রান করে ম্যাচ জিতে নেয় সোনাই। উইনিং শট নিতে গিয়ে শাহিদ চৌধুরী (১৭ বলে ২৮ রান) ক্যাচ আউট হলে ম্যাচের নায়ক অরূপ সেই কাজটি করেন। ৫৩ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন অরূপ দে। এর আগে মজিদ বড়লস্কর এবং অমিত রবিদাসের দুটি ৩৬ রানের ইনিংসে ইটখলা বড় স্কোর‌ই গড়েছিল। কিন্তু বোলারদের ব্যর্থতায় সেটা ডিফেন্ড করতে ব্যর্থ হল। বরং সোনাই দলের বোলারদের সফল বলতে হবে। জোড়া উইকেট রয়েছে তাদের আজাদ লস্কর ও সাহার বড়ভুঁইয়ার। এই আজাদ‌ই সেমিফাইনালে সন অব ইন্ডিয়ার বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন।

দুরন্ত পারফরম্যান্সের জন্য অরূপ দে ম্যাচ ও টুর্নামেন্টের সেরা হ‌ওয়ার পাশাপাশি সেরা ব্যাটসম্যানের সম্মান পান।