আসন্ন বড়দিনে কোনও হিন্দুর চার্চে যাওয়া বরদাস্ত করা হবে না। না হলে পরিণাম ভুগতে হবে। দেখে নেবে বজরং দল। মিঠুন নাথের এমন হুমকি ভরা বিবৃতি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে কাছাড় জেলাপ্রশাসন। রবিবার জেলাশাসক কীর্তি জল্লি জানান, ব্যাপারটি তদন্ত করে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারকে। যদিও পুলিশের বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত বজরং নেতা মিঠুনের বিরুদ্ধে কোনও এজাহার জমা পড়েনি।