টাউন ক্লাবকে তাদের মাঠেই হারিয়ে ট্রফি তুলে নিল চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ক্লাব। আজ এমনটাই ঘটল বেঙ্গল বয়েজ ক্লাবের ডায়মন্ড জুবিলিতে আয়োজিত ফাইভ-এ-সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতায়।
শিলচর ডার্বি যেমনটা হওয়ার কথা, তা-ই হয়েছে। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ছিল।
পাঁচ ম্যাচের নকআউট আসরের শুরুটা হয় অভিনব ক্লাবের বিরুদ্ধে অরুণাচল এস এসের জয় দিয়ে। তারাপুর এ সি জিতল শিলচর স্পোর্টিংয়ের বিরুদ্ধে। উভয় ম্যাচের ফলই ২-০। সেমিফাইনালে ইন্ডিয়া ক্লাব হারায় অরুণাচল এস এসকে। টাউন ক্লাব জেতে তারাপুরের বিরুদ্ধে। মজার ব্যাপার হল, উভয় সেমিফাইনালের স্কোরই ৫-১। টাউন ক্লাবের দয়াসাগর সিনহা চার গোল করেন। ইন্ডিয়া ক্লাবের দীনদয়াল থাপা করলেন তিন গোল। তবে ফাইনালে উভয়ের জারিজুরি তেমন কাজে লাগেনি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইন্ডিয়া ক্লাবের জেংচুন রংমাই। আর টপ স্কোরার টাউন ক্লাবের ওয়াই দয়াসাগর সিং ।
বিকেলে পুরস্কার তুলে দেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, শিলচর ডি এস এ-র সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, টাউন ক্লাবের সভাপতি দিলীপ নন্দী, বেঙ্গল বয়েজ ক্লাবের ক্লাবের সচিব সুশীল বণিক, স্পোর্টস ইনচার্জ নন্দদুলাল রায় প্রমুখ।