কৃষক ইউনিয়নের ডাকা ৮ ডিসেম্বরের ভারত বনধ'কে পূর্ণ সমর্থন করছে কংগ্রেস। দল সিদ্ধান্ত নিয়েছে ওইদিন রাজ্য, জেলা সহ প্রতিটি ব্লকে কৃষকদের দাবি আদায়ে বনধ'কে সফল করতে মাঠে নামবেন কং-সমর্থকরা। এ সংক্রান্ত এক বৈঠকের পর জানিয়েছেন এআইসিসি মুখপাত্র পবন খেরা। কংগ্রেস উপ-সভাপতি রাহুল গান্ধী সব দলীয় কর্মীদের কৃষকের পাশে থাকার আহ্বান জানান।
কৃষক-কেন্দ্র কয়েক দফার আলোচনাই ব্যর্থ হয়েছে। কৃষকদের দাবি না মানলেও টানা আন্দোলনকে সামনে রেখে একটি বিশেষ সংসদীয় অধবেশনের কথা ভাবছে কেন্দ্র। আর যদি এমনটা হয়, তাহলে ৯ ডিসেম্বর ফের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে, এক সুত্রের খবর।