দোয়ারবন্দ থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা কিং কোবরা (স্ত্রী)। বিশ্বজিৎ সিংহ ও সুমিত নাথ নামের দুই যুবকের চোখে পড়ে সাড়ে চার কেজি ওজনের সাপটি। পরে অবশ্য ইকোফরেস্টে ছেড়ে দেওয়া হয় এটিকে।
উল্লেখ্য, এপর্যন্ত বরাক থেকে বিভিন্ন প্রজাতির ৫০টি সাপ উদ্ধার করেছেন সুমিতরা।