কয়েক দফার বৈঠকই ব্যর্থ। কৃষি আইন নিয়ে কৃষকদের কথা রাখেনি সরকার। তাই দিল্লি নয়, এবার আন্দোলনকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কৃষক ইউনিয়ন। কেন্দ্রের কৃষি আইন বিরোধিতায় ৮ ডিসেম্বর 'ভারত বনধ' ডেকেছে কৃষক সংগঠনগুলি। শুক্রবার সিংঘু সীমান্তে এই ঘোষণা দেন কৃষক নেতারা।
তার আগে এ দিন, কৃষকদের আন্দোলন প্রত্যাহারে হস্তক্ষেপ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন পড়ে। যানজট ও কোভিড সংক্রমণের অন্যতম কারণ হয়ে যাচ্ছে কৃষকদের এই প্রতিবাদী সমাবেশ, আবেদনে মূলত এটাই উল্লেখ করা হয়েছে। কিন্তু এমন আবেদন জমা পড়ার কিছুক্ষণ পরই ভারত বনধের ঘোষণা করে ইউনিয়ন। দিল্লি-সিংঘু সীমান্তে একসুরে বিজিপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেন হাজার হাজার কৃষকরা।