বদরপুর নবীনচন্দ্র কলেজের এক ছাত্রের গ্রেফতারিকে কেন্দ্র করে প্রতিবাদে মাঠে নেমেছেন পাথারকান্দি কলেজের পড়ুয়ারা। জানা গেছে, কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনের দায়ের করা এক মামলার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে এই পড়ুয়াকে। আর এতেই ক্ষোভ উগরে দেন পাথারকান্দি কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
পড়ুয়াদের অভিযোগ, এনসি কলেজের শিবলি বড়ভূঁইয়া'কে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। দোষের দোষ কিছুই করেনি, কিন্তু এ দিন সকালে শিবলিকে ঘর থেকে গ্রেফতার করে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক অনির্দিষ্ট কালের জন্য অবরোধের হুশিয়ারি দেন কলেজ পড়ুয়া। এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে পাথারকান্দির সার্কেল অফিসার জেনাথন ভাইপেই-এর মাধ্যমে করিমগঞ্জের জেলাশাসকের উদ্দেশে স্মারকপত্রও পেশ করা হয়।