কৃষক আন্দোলনের সমর্থনে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ফিরিয়ে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। কৃষকদের প্রতি বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগ তুলেন ৯২ বছরের এই আকালি দল নেতা। তাঁর কথায়, কৃষক ও কৃষি ক্ষেত্রে বৈষম্যে কোনওভাবেই আপস করা যাবে না। অবশ্য, ইতিমধ্যে বহু ক্রীড়াবিদ কেন্দ্রের বিরোধিতায় তাঁদের পাওয়া সরকারি অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, বৃহস্পতিবার এর শুরুটা করলেন প্রবীণ কৃষকপ্রেমী প্রকাশ সিং বাদল।
উল্লেখ্য, কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন লাগুর পর এনডিএ-র প্রতিষ্ঠাতা শরিক দল শিরোমণি আকালি দল এর বিরোধিতা করে। এমনকী কৃষক স্বার্থে শেষপর্যন্ত জোট ত্যাগ করতেও দ্বিধাবোধ করে নি তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আকালি দল নেত্রী কৌরও।
তবে, এবারে প্রকাশ সিং বদলের মতো রাজনীতিবিদের সরকারি অন্যতম সম্মান ফিরিয়ে দেওয়ার পর কেন্দ্রের বিজেপি সরকারের আলাদা চাপে পড়া অস্বাভাবিক নয়, বলছেন বিশ্লেষকরা।