দেশের অন্যান্য জায়গার মতো দিল্লির কৃষক আন্দোলনের ছাপ পড়েছে কাছাড় জেলায়ও। কৃষকদের নায্য মূল্য দেওয়ার দাবিতে আওয়াজ তুলেছে সিপিআইএম জেলা কমিটি। বৃহস্পতিবার শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট লাগোয়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা। কৃষি আইন হঠানোর পক্ষে স্লোগান দেন। 'মোদি তোমার কালো কানুন বন্ধ করো' এমন গুচ্ছ প্রতিবাদের সুর ছিল নেতা-কর্মীদের সরকার বিরোধী স্লোগানে।