দু'বছরের মধ্যেই স্বদেশি এয়ারক্রাফট কেরিয়ার পাচ্ছে দেশ। ২০২১-এর শেষ পর্যায়ে না হলেও ২০২২ সালের প্রথম দিকে কোচিন শিপইয়ার্ডে কমিশন হবে এটি। বুধবার একথা জানিয়েছেন ভাইস অ্যাডমিরাল অনিল কুমার চাওলা। কোচিতে একটি সাংবাদিক বৈঠকে কথা বলছিলেন তিনি। তাঁর কথায়, এই দেশীয় প্রযুক্তির এয়ারক্রাফট নির্মাণের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।