৫৬ দেশের প্রায় ৫০০ সাংবাদিক এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন করোনার থাবায়। এর মধ্যে ভারতের রয়েছেন ৫১ জন। সুইজারল্যান্ড ভিত্তিক ইন্টারন্যাশনাল মিডিয়া রাইটস বডি-র এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। শুধুমাত্র নভেম্বর মাসেই ৪৭ সাংবাদিক কোভিডের শিকার হয়েছেন, জানিয়েছে সংস্থা।
প্রেস এমব্লেম ক্যাম্পেইন(পিইসি) নামের এই সংস্থার সম্পাদক ব্লেইস ল্যাম্পেইন বলেন, করোনার কোপ আমাদের বহু ক্ষতি করেছে। অপ্রত্যাশিত ভাবে হারিয়েছি আমাদের সাংবাদিকদের। কেবলমাত্র ল্যাতিন আমেরিকায় ১২৫ সাংবাদিক মারা গেছেন। বহু পত্রিকা হাউস হারিয়েছেন তাঁদের সম্পাদককেও।