খাসি সম্প্রদায়ের এক উৎসবকে কেন্দ্র করে শিলং রামকৃষ্ণ মিশনে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমরা বাঙালি। সংগঠনের রাজ্য সচিব সাধন পুরকায়স্থ এক বিবৃতিতে জানিয়েছেন, সোমবার খাসিদের একটি উৎসব ছিল। এ উপলক্ষে বন্ধ ছিল সব প্রতিষ্ঠান। কিন্তু কেন রামকৃষ্ণ মিশন বন্ধ রাখা হল না, কার্যত এই প্রশ্ন তুলেই মিশনে তালা ঝুলিয়ে দেয় খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)।
সাধনবাবুর মন্তব্য, এমন কার্যকলাপ কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। রামকৃষ্ণ মিশনের মতো আন্তর্জাতিক স্তরের সেবাধর্মী প্রতিষ্ঠানের সঙ্গে এরকম ঘটনা অপ্রত্যাশিত। এই খাসি সংগঠন ভারতীয় ভাবধারা ও ঐতিহ্যের পরিপন্থী বলেই এমন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, অভিযোগ সাধন পুরকায়স্থের। আমরা বাঙালির তরফে মিশন সহ মেঘালয়ের সব মঠ-মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি জানান সচিব সাধন।