ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বিএএফটিএ)-এর অ্যাম্বেসেডর ঘোষণা করা হল এ আর রহমান'কে। সোমবার এই কথা জানান চিফ এগজিকিউটিভ অ্যামান্ডা বেরি। ইতিমধ্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন মিউজিক দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা ভারতের এই সুরকার ও গীতিকার। একজন সঙ্গীত শিল্পী হিসেবেও সব প্রজন্মের শ্রোতার মনে আলাদা জায়গা রয়েছে রহমানের। এবারে আরেকটি স্বীকৃতির পালক জুড়ে গেল রহমানের সঙ্গে। বিএএফটিএ-এর 'ব্রেকথ্রো ইনিশিয়েটিভ-এ এ অর
রহমানকে'অ্যাম্বেসেডর' হিসেবে মনোনীত করা হয়। উল্লেখ্য ক্রীড়া, সিনেমা ও টেলিভিশনে কাজ করা ভারতের পাঁচ জনপ্রিয় ব্যক্তিত্বকে বাছাই করা হবে উদ্যোগের অন্তর্গত। নেটফ্লিক্স সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই পরিকল্পনায়।